Symbiosexuality কি?
মানুষের Sexuality একটি জটিল বিষয়। এটা নিয়ে যত পড়ি ততই অবাক হয়ে যাই। আমারা সবাই Lesbian, Gay, Bisexual ইত্যাদী সম্মন্ধে জানি। কিন্তু এমন অনেক sexuality আছে যেগুলো সম্পর্কে আমরা জানি না। যেমন কিছু মাস আগে Symbiosexuality নামের একটি নুতুন শব্দের সঙ্গে পরিচিত হই। যাদের এই sexuality থাকে তারা কোনো নারী বা পুরুষের প্রতি আকৃষ্ট হয় না বরং তারা আকৃষ্ট হয় কোনো স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার জোড়ার ( couple ) প্রতি। বিভ্রান্তিকর মনে হলেও এটাই বাস্তব। এরা একক কোনো নারী বা পুরুষের প্রতি আকৃষ্ট হয় না। এরা প্রণয় সর্ম্পকে থাকা উভয় নারী ও পুরুষের প্রতি আকৃষ্ট হয়।
আমেরিকার Seattle University এর এক দল Sex গবেষক Dr. Sally W. Johnston , বিখ্যাত “Archives of Sexual Behavior” পত্রিকা তে একটি গবেষণা পত্র প্রকাশক করেন। যার নাম ছিল “Attraction to the Energy, Multidimensionality, and Power Shared Between People in Relationships” ।
তিনি ১৪৫ টি কেস নিয়ে গবেষণা করেন । তিনি বুজতে পারেন এই ধরণের নারী বা পুরুষদের যৌণ আকর্ষণের একটি বিশেষ বৈশিষ্ট্য আছে। তারা threesome এর মত যৌনতায় লিপ্ত হতে চান কিন্তু যাদের সঙ্গে তারা লিপ্ত হন তাদের মধ্যে ভালবাসার সম্পর্ক থাকতে হবে। তারা অন্যদের ভালবাসা, বিশ্বাস আর যৌনতা নিয়ে আগ্রহী হয়ে থাকেন। আর আশ্চর্যের হওয়ার হলো আমাদের অনেকের মধ্যেও Symbiosexuality এর গুণ থেকে কিন্তু বুজতে পারি না। যেমন – সোশ্যাল মিডিয়াতে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন এর উষ্ণ ছবি দেখে অনেক নারী পুরুষ Like করেন, কমেন্ট করেন।
“What a hot couple !”
“Love you Ranvir and Deepika!”
“So Sweet!”
এই রকমের অনেক কমেন্ট দেখতে পাবেন। এগুলোকে নিছক ফ্যান দের প্রশংসা ভাবলে ভুল করবেন। আমারা নিজেদের এই Symbiosexuality এর feeling টাকে বুজতে পারি না। এই বিষয়ে আমাদের কোনো ধারণা নেই। তাই সুদু প্রশংসা ভেবেই ignore করি। কিন্তু আমাদের ব্যবহার আর চিন্তা ভাবনা তে সূক্ষ্ম পার্থক্য দেখা যায় সেটা আমরা বুজতে পারি না। যেমন আমরা বার বার ওই ছবি বা ওই জাতীয় ছবি দেখি। যেখানেই ওই ছবি দেখি সেখানেই like comment করি কিন্তু boring অনুভব করি না। বরং একটা আকর্ষণ অনুভব করি। কিন্তু আমরা সেটা বুজতে পারি না।
আমাদের আসে পাশেই অনেক মানুষ এই Symbiosexuality টাইপের হয়ে থাকেন। কিন্তু যেহেতু এই জিনিসটির সম্পর্কে আমাদের কোনো ধারনা নেই । তাই এটা বুজতে পারি না।
অনেকেরই এই রকমের যৌণ ফ্যান্টাসি আছে যে সে কোনো দম্পতির সঙ্গে যৌনতায় জড়াবে। অনেক টা threesome এর মতো কিন্তু সেখানে অন্য যুগল দের মধ্যে প্রেমের সম্পর্ক থাকতে হবে।
One thought on “Symbiosexuality কি জানেন ?”