অমুসলিম বিয়ে করলে কোনো সওয়াব পাওয়া যাবে কী?
ইদানিং বারবার শোনা যাচ্ছে – তরুন বয়সের ছেলেরা ভিন্ন ধর্মের একটা মেয়ের সাথে সম্পর্ক করে, অবশেষে সেই মেয়েটির ধর্ম পরিবর্তন করে বিয়ে করে ফেলে। এটাকে খুব পুণ্যের কাজ মনে করে, হিন্দু ও মুসলিম উভয় ধর্মের তরুনেরাই এমন চেষ্টা করছে। এই দুই পক্ষের তরুণকে বলছি:
- হিন্দু: দলিলপত্রে ধর্ম পরিবর্তন করে, নিজেকে হিন্দু বলে পরিচয় দেওয়া যায় ; কিন্তু, হিন্দু হওয়া যায় না। হিন্দু হবার একমাত্র উপায় – হিন্দুর ঘরে জন্মাতে হবে।
- মুসলিম: হ্যাঁ, মুসলিম হওয়া খুবই সহজ, যে কেউ মুসলিম হতে পারে। তবে, ে নিজের লব্ধি থেকে মুসলিম হতে হবে ; কোন উদ্দেশ্য বা স্বার্থের জন্য নয়।
এবার শুধুমাত্র মুসলিমদের উদ্দেশ্যে বলছি। যুগ যুগ ধরে আমাদের সমাজে একটি ভুল ধারনা আছে – একজনকে মুসলিম বানাতে পারলে, না জানি কত সাওয়াব (পুণ্য) হয়।
মনে রাখবেন – বিয়ে করার উদ্দেশ্যে মুসলিম বানানোটা আসলে উদ্দেশ্যমুলক ও স্বার্থপরতা। এটা এক ধরনের ভণ্ডামি।
যদি উদ্দেশ্যমুলক না হয়ে, নিঃস্বার্থভাবে মুসলিম বানানো হয়, তাহলে কিছুটা সাওয়াব (পুণ্য) হয়। তবে, সেটা তেমন বড় কোন পুণ্যের কাজ নয়।
কাউকে মুসলিম বানিয়ে সাওয়াব (পুণ্য) পাওয়ার ইচ্ছা হলে – ছবির এই ব্যক্তির মতন কাজ করুন। তিনি লক্ষ মানুষের মনে ইসলমের উপলব্ধি জাগিয়ে তোলার চেষ্টা করেন। তাদের মধ্য থেকে কেউ কেউ মুসলিম হয়। কোন প্রলোভন বা স্বার্থের কারনে নয়। তারা নিজের উপলব্ধির কারনে মুসলিম হয়।
আচ্ছা, জাকির নায়েকের মতন এত বড় কিছু করতে পারবেন না, তাহলে ছোট পরিসরে কাজ করুন। আশেপাশের দুই-একজন (পুরুষ) অমুসলিমকে সলামের উপলব্ধি দেবার চেষ্টা করুন। সেটা না করে, নারীকে বিয়ের স্বার্থে মুসলিম বানাতে চান কেন?
মনে রাখবেন, মেয়েটি নিজের ইচ্ছায় মুসলিম ব। পরর্ততে আপনাকে দোষারোপ করে বলবে – আপনি তাকে কৌশলে বা জোর করে মুসলিম বানিয়েছেন। আর এই কথা শুনে, তার জাত-ভাইয়েরা বলে বেড়াবে – দেখেছো, মুসলিমরা কিভাবে জোর করে ধর্মান্তর করে !!
দয়া করে, নিজের স্বার্থের জন্য, মুসলিম জাতির বদনাম করবেন না। বিয়ের জন্য কোন অমুসলিম মেয়েকে মুসলিম বানানোর চেষ্টা করেন না।
বোনাস:
ধর্ম পরিবর্তন করার পরে, প্রথম দিকে সমাজে টিকে থাকা কষ্টকর হয়। সামাজিকভাবে এক প্রকারের অবহেলিত হয়ে যায়। এমন কোন মেয়েকে বিয়ে করুন, যে নিজের ইচ্ছায়, কোন স্বার্থ ছাড়া, আগেই ইসলাম গ্রহণ করে ফেলেছে। নব-মুসলিম অবহেলিত মেয়েটিকে বিয়ে করে দেখিয়ে দিন, আপনি পারেন।